আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ১৯০৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটি শতাব্দী কাল থেকে ফেনীর উত্তর জনপদে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আলোক বর্তিকাস্বরূপ এক অনন্য গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। বহু জ্ঞানী-গুণী দেশ বরেণ্য আলোকিত সুনাগরিক তৈরীর ফলে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়েছে সর্বত্র।
আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ, মুন্সীরহাট, ফুলগাজী, ফেনী বাংলাদেশের একটি গৌরবদীপ্ত ও আলোকোজ্জ্বল শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান । এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মেধা, মনন, সহনশীলতা, সৃজনশীলতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে মানবিক মূল্যবোধসম্পন্ন মুক্তিযুদ্ধের চেতনায় সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার । কেবলমাত্র ‘জিপিএ ৫’ নয়; আমাদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর আত্মবিকাশ আমাদের প্রত্যাশা। কেবল অর্থনৈতিক উন্নতিই মানুষকে সুখ-শান্তি বা স্বস্তি দিতে পারে না। এজন্য প্রয়োজন ন্যায়, সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে মানবিক ...